ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৩৬ জেলের জেল-জরিমানা, ১ লাখ মিটার জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
বরিশালে ৩৬ জেলের জেল-জরিমানা, ১ লাখ মিটার জাল ধ্বংস

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরিশালে ২৮ জনকে কারাদণ্ড ও ৮ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক লাখ ৬ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৩৬ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৯ জনকে ২ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ১৬ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।