ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
নাটোরে ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার জাল জব্দ ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট থেকে ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

একই সঙ্গে জাটকা বিক্রি করার দায়ে মো. রুস্তম আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে তেবাড়িয়া হাটে অভিযান পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।  

অর্থদণ্ডপ্রাপ্ত রুস্তম একই উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত বজু মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুমে ইলিশের বিপণন, পরিবহন, বেচা-কেনা ও মজুদ বন্ধে দুপুরে তেবাড়িয়া হাটে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া জাটকা বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ী রুস্তমকে পাঁচ হাজার টাকা জরিমারা করা হয়।  

জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও জাটকাগুলো সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে।  

অভিযানকালে সহায়তা করেন নাটোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।