ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজায় শতাধিক হরিজন শিশু পেলো নতুন পোশাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
দুর্গাপূজায় শতাধিক হরিজন শিশু পেলো নতুন পোশাক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান

কুড়িগ্রাম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম শহরের দলিত হরিজন ও রবিদাস সম্প্রদায়ের শতাধিক শিশু নতুন পোশাক পেয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কান্তি রায়, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও তার ব্যাচমেট ব্যবসায়ী আব্দুল হাসিবের ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রাম এলজিইডি এলাকার বস্তিতে বসবাসরত দলিত সম্প্রদায়ের ১ বছর থেকে ১২ বছর বয়সী ছেলে-মেয়েদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।