ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে নদী পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
পাঁচবিবিতে নদী পুনঃখনন কাজের উদ্বোধন নদী খননকাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার এলাকা পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।  

এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন- জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রভাষক মাসুদ রেজা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  জিহাদ মণ্ডল প্রমুখ।

জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, ‘২০১৯-২০ অর্থ বছরের জয়পুরহাট জেলার তুলশীগঙ্গা, ছোট যমুনা, হারাবতী ও চিড়ি নদীর পুনঃখনন শীর্ষক’ প্রকল্পের আওতায় তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার এলাকা পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা। আগামী বছরের মার্চ মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad