ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, অক্টোবর ২৪, ২০২০
আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার গুচ্ছগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরে আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৪ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

আলম ওই গ্রামের ওসমান গণির ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে পোল্ট্রি খামারে মুরগিরকে খাবার দিচ্ছিলেন আলম। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু ঘটনা ক্ষতিয়ে দেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।