ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোনো মণ্ডপে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
কোনো মণ্ডপে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার কোনো মণ্ডপে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঢাকা: রাজধানীর সবগুলো পূজা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পূণ্যার্থীদের সবাই সুন্দরভাবে পূজা মণ্ডপে আসছেন।

কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএমপির কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজা মণ্ডপে পূণ্যার্থীদের চলাচলের জন্য স্ট্যান্ডিং ফোর্স দিতে পারিনি। পূজা মণ্ডপে পূণ্যার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কোভিট-১৯ পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর কোনো মণ্ডপে এখন পর্যন্ত কোনে ধরণের সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। আমরা মনে করি, অপ্রিতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। পূণ্যার্থীরা অত্যন্ত আনন্দ মুখোর পরিবেশে পূজা মণ্ডপে আসছেন। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের সঙ্গে মুল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানেন। তাদের এসব অপপ্রচারগুলো যদি আমাদের বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারবো না। তারা যেসব আপত্তিকর অপপ্রচার চালাচ্ছেন সেসবের কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।