ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার কুমারী পূজা হচ্ছে না সাভারের কোনো মন্দিরে 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এবার কুমারী পূজা হচ্ছে না সাভারের কোনো মন্দিরে  বাংলানিউজ ফাইল ছবি

সাভার (ঢাকা): করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মানতেই সাভারের ১৮২ মন্দিরের একটি মন্দিরেও কুমারী পূজা উদযাপন হচ্ছে না।  

শনিবার (২৪ অক্টোবর) সকালে সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সবাই বসে স্বাস্থ্যবিধি মানতে যে গাইড লাইটা দিয়েছেন, আমরা সবাই সেটা অনুসরণ করছি। গাইড লাইনে আমাদের সাভারের কোনো মন্দিরে কুমারী পূজার আয়োজন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তাই এবার সাভারের কোনো মন্দিরে কুমারী পূজার আয়োজন হচ্ছে না।  

প্রদীপ কুমার দাশ আরও বলেন, এবার সাভারে ১৮২ মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। গত বছর ১৮৯ মন্দিরে পূজা উদযাপন হয়েছে। করোনার কারণে এবার মন্দিরের সংখ্যাও কমে এসেছে।  

মূলত মহাঅষ্টমীর দিন মানবকল্যাণের জন্য এক থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয় কুমারী মায়ের স্থানে বসানোর জন্য।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪,২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ