ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের  অপরাধে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭০৫ পিস ইয়াবা, ৩৩০ গ্রাম ১১৭ পুড়িয়া হেরোইন, ৯৯৭ গ্রাম গাঁজা, এক বোতল বিদেশি মদ ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।