ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক ফাইল ছবি

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

 

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। শনিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।