ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাটখিলে মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
চাটখিলে মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুভাষ চন্দ্র দে (৬০) নামে আয়োজক কমিটির এক সদস্যের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উপজেলার সাহপুর ইউনিয়নে সোমপাড়া সনাতন হরিসভা পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

 

সুভাষ চন্দ্র দে ওই ইউনিয়নের প্রসাতপুর গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পার্শ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে পূজা চলছিল। পূজা উপলক্ষ্যে বিদ্যুতের পাশাপাশি মণ্ডপে আলোকসজ্জার জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা চলাকালীন সময়ে সুভায় চন্দ্র দে ডেকোরেটরের বাঁশের সঙ্গে লাগানো জেনারেটরের বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।