ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
রূপগঞ্জে স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগরাত আড়াইটার দিকে উপজেলা বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার একই থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। বাকি দগ্ধরা হলেন- শাকিল, ফাহিম, রফিক মিয়া, রাজু ও আবু সিদ্দিক মিয়া।  

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ভোরে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলস নামে কারখানায় রাত আড়াইটার দিকে কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার আগুনের শিখা শ্রমিকদের দিকে ছিটকে এলে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়।

এসময় মিজানুর রহমান ছাড়াও আরো পাঁচজন শ্রমিক দগ্ধ হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।  

দগ্ধ রাজুর ভাই মো. সাজু জানান, তার ভাইসহ দগ্ধরা রূপগঞ্জের বরফা এলাকায় প্রিমিয়ার রি-রোলিং স্টিল মিলে কাজ করেন। রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরিত হয়। এতে গলিত লোহা তাদের শরীরে পড়লে দগ্ধ হন। ঘটনাস্থলে মারা যান মিজান নামে এক শ্রমিক।  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, হাসপাতালে দগ্ধ পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাজু ৯০ শতাংশ, আবু সিদ্দিক ১০০ শতাংশ, ফাহিম ১০০ শতাংশ, শাকিল ১০০ শতাংশ ও রফিক ১৫ শতাংশ দগ্ধ। সবার অবস্থা আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ মো. আহসান হাবিব জানান, পাঁচ শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আইসিইউ খালি না থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

এদিকে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জের ঘটনায় দগ্ধ ফাহিম ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।