ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসতঘরে ঢুকে পড়লো পিকআপ ভ্যান, মারা গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
বসতঘরে ঢুকে পড়লো পিকআপ ভ্যান, মারা গেল শিশু বসতঘরে পিকআপ ভ্যান। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান বসতঘরে ঢুকে পড়ায় তাসফিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ওই শিশুর ভাই রাব্বি সিকদার (৬)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

হতাহতরা ওই গ্রামের চাঁন সিকদারের ছেলে-মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান মোল্লাকে (১৮) আটক করেছে। তিনি গাজীপুর জেলার মৌচাক এলাকায় আমীর হামজার ছেলে।  

গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাইম জানিয়েছেন, গাজীপুর থেকে বাগেরহাটগামী একটি  পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চাঁন সিকদারের বসত ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের চাপায় শিশু তাসফিয়া ঘটনাস্থলে মারা যায় এবং তার ভাই রাব্বি গুরুতর আহত হয়।  

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। পরে আহত রাব্বিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad