ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

দেশজুড়ে পূজামণ্ডপে করোনা মুক্তির প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, অক্টোবর ২৩, ২০২০
দেশজুড়ে পূজামণ্ডপে করোনা মুক্তির প্রার্থনা

কেন্দ্রীয় পূজা মণ্ডপ, ঢাকেশ্বরী থেকে: বাংলাদেশসহ বিশ্বের সব মানুষ যেন করোনা ভাইরাস মহামারি থেকে মুক্তি পায় সেই উদ্দেশ্যে দেশের সব পূজামণ্ডপে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুর্গোৎসবের মহাসপ্তমীর দিন দুপুর ১২টা এক মিনিটে দেশের ৩০ হাজার ২১৩টি পূজামণ্ডপ থেকে একযোগে এ প্রার্থনা করা হয়।

রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে প্রার্থনা পরিচালনা করেন ঢাকেশ্বরী পূজামণ্ডপের পূজারী উত্তম চক্রবর্তী।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার হিন্দু ধর্মাবলম্বীরা।

প্রার্থনায় বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মানুষের করোনা মুক্তির প্রত্যাশায় আরাধনা করা হয়। একই সঙ্গে দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

** এবারের পূজার প্রথম অঞ্জলি

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।