ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পঞ্চগড়: ভেজালবিরোধী অভিযান চালিয়ে পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ও সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ধাক্কামারা এলাকার তাহা ফার্মেসিকে দুই হাজার ও সদর বাজারের তেঁতুলিয়া রোডে রহমানিয়া হোটেলকে দিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও আলুর দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।