ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ধর্ষণসহ ১১ মামলার আসামি ফরিদ গ্রেফতার 

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
সাভারে ধর্ষণসহ ১১ মামলার আসামি ফরিদ গ্রেফতার  গ্রেফতার শেখ ফরিদ

সাভার (ঢাকা): পোশাক শ্রমিককে গণধর্ষণসহ ১১ মামলার আসামি শেখ ফরিদকে (৪০) সাভারের হেমায়েতপুর থেকে পিস্তল ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অনু মং।

 

গ্রেফতার ফরিদ হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে।  

কোম্পানি কমান্ডার ও এএসপি অনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে। গ্রেফতার ফরিদের বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরও দু’টি মামলা দায়ের করে তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।