ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জন করতে হবে: মাহবুব আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
চিকিৎসা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জন করতে হবে: মাহবুব আলী সভায় বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চিকিৎসকদের চিকিৎসা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জন করতে হবে। হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে চিকিৎসা নিতে আসা মানুষ স্বস্তি বোধ করেন।

বিভিন্ন প্রতিবেদন দেওয়া নিয়ে কোনোরকম হয়রানি করা যাবে না। দ্রুততম সময়ে সঠিক প্রতিবেদন সরবরাহ করতে হবে।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মাহবুব আলী বলেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। হাসপাতালে যারা সেবা নিতে আসেন তাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের সেবা প্রত্যাশীকে হয়রানি করলে অভিযুক্তদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।  

প্রতিমন্ত্রী বলেন, শীত মৌসুমে কোভিড-১৯ এর দ্বিতীয় প্রবাহ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে জেলা সদর হাসপাতালকে এ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।