ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাল ভিসা তৈরি চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
জাল ভিসা তৈরি চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক 

ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী এলাকা থেকে জাল ভিসা তৈরি চক্রের মূল হোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) আটক করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টায় র‍্যাব-৪ এর একটি
দল অভিযান চালায়।

অভিযানে জাল ভিসা তৈরি চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিককে 
শাহ আলী থানার উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি জিয়াউর জানান, আসামি দীর্ঘদিন ধরে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে জাল ভিসা বানিয়ে দিয়ে প্রতারণা করে আসছিলেন। আসামি সিদ্দিক এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন।  

সিদ্দিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।