ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিযান ভেবে নদীতে ঝাঁপ দেওয়া জেলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
অভিযান ভেবে নদীতে ঝাঁপ দেওয়া জেলের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে মা ইলিশ ধরার সময় স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেওয়া জেলে দুলালের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুলাল উপ‌জেলার আ‌লিমাবাদ ইউ‌নিয়নের চরমাইশা গ্রামের আবুল হোসেন কাজীর ছেলে।

ঘটনার একদিন পরে ব‌ুধবার (২১ অক্টোবর) দুপুরে তেতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত করে মেহে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন নদীতে স্পিডবোট দেখে ইলিশ শিকাররোধে অভিযান চলছে ভেবে নদীতে ঝাঁপ দেয় দুলাল ও তার সহযোগি আবুল হোসেন কাজি।

ওইসময় আবুল হোসেন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুলাল নিঁখোজ হয়। এরপর বুধবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পু‌লিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।