ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: আক্রান্ত শনাক্ত হওয়ার ৮ দিন পর করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পর পর দুই টেস্টে পরিকল্পনামন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনা সংক্রান্ত কোনো জটিলতা তার নেই। শারীরিকভাবে কিছুটা দুর্বলতা ছাড়া মন্ত্রী এখন পুরোপুরি সুস্থ।

বুধবার (২১ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বাংলানিউজকে বলেন, পর পর দুটি টেস্টে করোনা নেগেটিভ এসেছে। স্যার (মন্ত্রী) এখন সুস্থ আছেন। তবে সামনে আরো একটা পরীক্ষা করা হতে পারে। এর পরে খুব শিগগিরই স্যারকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

তিনি বলেন, করোনামুক্ত হওয়ার জন্য স্যার দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকে স্যারকে ফোন দিয়েছেন, অসুস্থতার জন্য তিনি ফোন ধরতে পারেননি, এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গত ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।