ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কালিগঞ্জে ইঞ্জিনভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, অক্টোবর ২১, ২০২০
কালিগঞ্জে ইঞ্জিনভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবীন্দ্র মণ্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রবীন্দ্র মণ্ডল তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, রবীন্দ্র মণ্ডলসহ তিন মোটরসাইকেল আরোহী কাশিবাটি মোড় ক্রস করার সময় একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবীন্দ্র মণ্ডলের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

কালিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) অপর্না রাণী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।