ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৩ জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪১০ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ১৩টি ইনজেকশন, ৪ লিটার বিদেশি মদ ও ৫১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের হয়েছে। ডিএমপির নিয়মিত এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।