ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নৌ শ্রমিক ধর্মঘটের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট                  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
নৌ শ্রমিক ধর্মঘটের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল নৌ শ্রমিক ধর্মঘটের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল

বরিশাল: নৌপথে সন্ত্রাস, চাদাবাজী বন্ধ, বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবীতে বরিশালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পণ্যবাহি নৌযানের শ্রমিকরা।

বুধবার (২১ অক্টোবর) দ্বিতীয় দিনে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এই ধর্মঘট সফল করতে সকাল সাড়ে ১০টায় নগরের কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

 

এসময় শ্রমিকরা দাবী জানায়, নদীতে মন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ করতে হবে এবং নৌযান শ্রমিকদের খোরাকি দিতে হবে, বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। যতদিন তাদের দাবি আদায় না হবে ততদিন তারা এই ধর্মঘট অব্যাহত রাখবে।

এর আগে মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশের মতো বরিশালেও ধর্মঘট কর্মসূচী শুরু করে ফেডারেশন। এর ফলে বরিশালের উপর দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া পণ্যবাহী কার্গোগুলো কীর্তনখোলা নদীতে অবস্থান নেয়।

তবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যাত্রীবাহি নৌযান ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।