ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ মামলার আসামি রিটুসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
১৫ মামলার আসামি রিটুসহ আটক ৩

ঢাকা: কুখ্যাত ‘রিটু বাহিনী’র প্রধান ১৫ মামলার আসামি রিটুসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল বিষয়টি জানান।

আটকরা হলেন- রিটু প্রধান (৩২) ও আলামিন প্রধান (৩৮) ও আলমগীর হোসেন প্রধান (২৮)।

এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ২৯০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী গাড়িতে লুট, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এবং চোরাকারবারির সঙ্গে জড়িত। এছাড়াও ভূমি দস্যুতা এবং মেঘনা ঘাট এলাকায় চোরাই তেল, সার, কয়লার অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ করছিলো চক্রটি।

রিটু প্রধানের নামে বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় সাধারণত কেউ তাদের বিরুদ্ধে কথা বলতেন না। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম সজল।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।