ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাটারায় হিজবুত তাহরীরের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ভাটারায় হিজবুত তাহরীরের সদস্য আটক

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হেদায়েত হোসেনকে (৫৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (১৯ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে হিযবুত তাহরীরের বিভিন্ন উগ্রবাদী ও দেশবিরোধী লিফলেট, বই এবং অনলাইন সম্মেলনের ম্যানুয়াল উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা এলাকার একটি বাসা থেকে হেদায়েত হোসেনকে আটক করা হয়। তিনি লন্ডনে থাকা অবস্থায় হিযবুত তাহরীরের প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। পরবর্তীকালে অনলাইনে মিটিং ও ফেসবুকে সংগঠনটির মতবাদ প্রচার করতে থাকেন।

আটক হেদায়েত হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ