ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে সাত জেলের জরিমানা, এক লাখ মিটার জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ভৈরবে সাত জেলের জরিমানা,  এক লাখ মিটার জাল ধ্বংস জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে আটক সাত জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আটকদের কাছ থেকে জব্দ করা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িযে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।  

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লুতিফুর রহমান ও নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।  

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বাংলানিউজকে জানান, দুপুরে মেঘনায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। পরে আটক সাত জনের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানকালে আটকদের কাছ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশগুলো এতিমখানায় দেওয়া হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০ 
এসআরস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।