ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইলিশ ধরায় দায়ে ভোলায় ১৫ জেলের কারাদণ্ড-জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ইলিশ ধরায় দায়ে ভোলায় ১৫ জেলের কারাদণ্ড-জরিমানা  প্রতীকী

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে ১৫ জেলেকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা তিন উপজেলায় অভিযানে তাদের আটক করা হয়।

আটক ১৫ জনের মধ্যে ভোলা সদর থেকে তিনজন, বোরহানউদ্দিন থেকে সাতজন ও লালমোহন উপজেলা থেকে পাঁচ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৪ জনকে এক বছর করে কারাদণ্ড ও এক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে ১৪ অক্টোবর পর্যন্ত ভোলায় মোট ১৬৪ জেলেকে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। জেলা মৎস্য অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

জেলা খামার ব্যবস্থাপক এইচএম জাকির বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় এ পর্যন্ত জেলায় ৫৫টি ভ্রাম্যমাণ আদালত ও ৮৩টি অভিযান চালানো হয়েছে। এতে ১৬৪ জেলেকে আটক করা হয়। যাদের মধ্যে ৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৫৩০ কেজি ইলিশ ও এক লাখ ৫৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।