ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিসিকে সৌজন্য সাক্ষাতে পাকিস্তান হাই কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, অক্টোবর ১৭, ২০২০
সিসিকে সৌজন্য সাক্ষাতে পাকিস্তান হাই কমিশনার

সিলেট: ঢাকাস্থ পাকিস্থানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় তিনি নগর ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত ছিলেন না সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারে যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। ঢাকাস্থ পাকিস্থানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীও সিসিকের কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন।

হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্থানি হাই কমিশনের কর্মকর্তা মো. কায়সার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্ত, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘন্টা, অক্টোবর ১৭, ২০২০
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ