ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
নওগাঁয় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরের হাটচকগৌরী এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে হাটচকগৌরী এলাকায় নওগাঁ ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নওগাঁ থেকে নওহাটামোড় বাজার অভিমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত তিনজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন ও একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।  

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।