ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সায়হামের তুলার গুদামে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
সায়হামের তুলার গুদামে আগুন ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি বাংলানিউজকে জানান, রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দেড়টায় তারা নিয়ন্ত্রণ কাজ শুরু করেন। রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সাভির্সের পাঁচটি ইউনিট কাজ করছিল। এর মধ্যে রয়েছে মাধবপুরের দুইটি, শায়েস্তাগঞ্জের একটি এবং হবিগঞ্জ সদরের দুইটি ইউনিট।

তিনি আরও জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। রাত তিনটা পর্যন্ত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কমেছে। তবে তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। সেজন্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকাল হয়ে যেতে পারে। তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তা নিরূপণ করতে সময় লাগবে।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।