ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকও করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকও করোনায় আক্রান্ত ছবি: প্রতীকী

ঢাকা: নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবর্তমানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনিও করোনা আক্রান্ত হওয়ার পর তার অবর্তমানে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক হলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হক।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) কারা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনের সঙ্গে টেলিফোনিক আলাপের সূত্র ধরে এ সিদ্ধান্ত হয়।  কারা মহাপরিদর্শক মোমিনুর করোনা আক্রান্ত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। তার অবর্তমানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। তবে মঙ্গলবার তিনিও করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হককে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দায়িত্ব নেওয়ার দু’দিনের মাথায় গত সোমবার (১২ অক্টোবর) করোনা ভাইরাসে আক্রান্ত হন নতুন যোগ দেওয়া কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। তিনি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।