ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে প্লেনে আগুনের মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ওসমানী বিমানবন্দরে প্লেনে আগুনের মহড়া

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়! যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে নামার পর প্লেনটিতে আগুন লাগে। এতে পাইলট, কো-পাইলটসহ হতাহত হন অনেক যাত্রী!
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে এবিসি এয়ারলাইন্সের একটি (ডামি) ফ্লাইট বিমানবন্দর রানওয়ে গ্রাউন্ডে অবতরণের পর আগুন ধরে গেলে তাৎক্ষণিক সিভিল অ্যাভিয়েশনের টিম, দমকল বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন।

ছুটে আসেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
 
সবার ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। প্লেনটি ভস্মীভূত হলেও যাত্রীদের আগেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে সিলেটের বিভিন্ন হাতপাতালের মেডিক্যাল টিম সমন্বিতভাবে উদ্ধার যাত্রীদের সেবা দেন।

এসময় উদ্ধার কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
 
এটা বাস্তবে ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্লেন দুর্ঘটনাকবলিত হলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তার মহড়া হলো মঙ্গলবার।
 
সংশ্লিষ্টরা বলেন, মহড়ার মাধ্যমে যৌথ প্রচেষ্টায় আগুন নেভানোর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, দুর্ঘটনা মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত। তাছাড়া কোন সেক্টরে কতটা উন্নতি প্রয়োজন, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
 
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব, পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ।
 
মহড়ার আগে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিমানবন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার লাউঞ্জের শুভ উদ্বোধন করেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ