ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
উত্তরায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩  ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. মিঠুন (২৪), মো. আবু হাসান (২০) ও বিলকিস বেগম (২২)।  

রোববার (১১ অক্টোবর) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, উত্তরা পশ্চিম থানার ঢাকা-আশুলিয়া মহাসড়কে একটি চক্র ইয়াবার বড় চালান নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

বদরুজ্জামান জিল্লু বলেন, গ্রেফতার হওয়া আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তারা দেশের সীমান্তবর্তী কক্সবাজার এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে সেগুলো ঢাকার বিভিন্ন মাদককারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।

দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসজেএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।