ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২১) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে মধ্য বাড্ডা গণি রোড এলাকায় একটি কাঠের কারখানায় এ ঘটনা ঘটে।

 

মৃত ইমরানের সহকর্মী বাবুল হোসেন বলেন, মধ্য বাড্ডা গণি রোড এলাকায় চৌকাঠ তৈরিকৃত একটি কাঠের কারখানায় আমরা সবাই কাঠমিস্ত্রি হিসেবে কাজ করি। দুপুরে ওই কারখানায় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমরান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, ইমরানের বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবার নাম ইসমাইল হোসেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।