ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট মীম (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারি গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মীম। তার বাবা রিকশাচালক আর মা খালেদা অন্যের বাসায় কাজ করেন। থাকেন ঝাউলাহাটি এলাকায় ভাড়া বাসায়। দু’বোনের মধ্যে ছোট মীম।

মীমের প্রতিবেশী কাকা মো. এরশাদ জানান, বিকেলে টিনশেড ভাড়া বাসার ভেতর খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মীম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘরের ভেতর কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।