ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
খুলনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

খুলনা: খুলনার ফুলতলায় ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন ও তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

এছাড়া দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান ও জুবায়ের হাসান বনি।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ২০১৬ সালে ইব্রাহীম বিশ্বাসকে হত্যা করে ফুলতলা কারিকরপাড়ার বাইতুর রহমত জামে মসজিদের সেফটিক ট্যাংকে ফেলে রাখে। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বিশ্বাস ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ