ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

রাবি: নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।  

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন- আজ দেশের কোনো জায়গায় নারীরা নিরাপদ নয়। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ভ্রমণের সময় যানবাহনেও নারী যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে নারীরা কিভাবে চলবে? রাষ্ট্র নারীকে কতটা নিরাপদে রাখতে পারছে? 

বক্তারা আরও বলেন, প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও ধর্ষকরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না। আপনাদের সঠিক পদক্ষেপের অভাবে তারা ধর্ষণে উৎসাহিত হচ্ছে। এদের লাগাম টেনে ধরুন। এ সময় বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড', 'নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র'- প্রভৃতি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরনবী ইসলাম, রেজাউল ইসলাম, বাপ্পী ওবায়দুল্লাহ, আঁখি ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।