ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে করোনায় কলেজশিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
কক্সবাজারে করোনায় কলেজশিক্ষকের মৃত্যু নুরুল আলম জিকু

কক্সবাজার: কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল আলম জিকু (৫২) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।  

রোববার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জিকু জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুলপাড়ার বাসিন্দা মরহুম নজু মিয়ার ছেলে। তিনি উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শাহীন আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad