ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই-বিকাশ প্রতারণায় আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই-বিকাশ প্রতারণায় আটক ১৩

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইের ঘটনায় ও বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ তুলে নেওয়া প্রতারক চক্রের ৯জনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি ওয়ালিদ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad