ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরা পূর্ব হাজীপাড়ায় গলায় ফাঁস দিয়ে নাজমুল সাকিব আকাশ (২৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার পালখাল গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আকাশ। পরিবারের সঙ্গে পূর্ব হাজীপাড়া ৩৯/৮ নম্বর বাসায় থাকতেন।

তার চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, সিদ্ধেশ্বরী কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়তো আকাশ। বিকেলে বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, কী কারণে আকাশ গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।