ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শহিদুল মাদারীপুরের কালকিনী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রত্তন কাজীর ছেলে। তিনি পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির পিরোজপুরের রানীপুর শাখার লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে চালিতাখালী গ্রামে নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ঠিক করতে যান লাইনম্যান শহিদুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।