ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু দুর্ঘটনাস্থল

ভোলা: ভোলার চরফ্যাশনে তেলবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত কনিকা বেগমের (৪২) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

কনিকা মধ্য উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওমরপুর গ্রামের মাহাফুজ রহমানের স্ত্রী।  

এ ঘটনায় আহত জাবের (১৮), জুয়েল (২২), শহিজল (৩০) ও মনির (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দুপুরে এ ঘটনায় নিহত অটোরিকশার চালক দিদার উল্লার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে লরির চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন মোড় এলাকায় তেলবাহী লরির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। এসময় গুরুতর আহত পাঁচজনের মধ্যে বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় কনিকার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।