ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
সাভারে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাইদুর রহমান সুজন

সাভার (ঢাকা): চাঁদাবাজির মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যার দিকে সাভার মডেল থানায় সুজনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম।

গ্রেফতার সুজন বিরুলিয়ার মৃত আসানুল্লার ছেলে। তিনি বিরুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, আশরাফুল নামে এক ব্যক্তি বিরুলিয়া ইউপির কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করছিলেন। বাড়িটির তিন তলার নির্মাণকাজ শেষ হয়েছে। মঙ্গলবার চার তলার কাজ শুরু করলে ইউপি চেয়ারম্যান সুজন তার দলবল নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় বাড়ির মালিক তাকে এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ সৃষ্টির পাশাপাশি কাজ বন্ধ করে দেন। পরে সন্ধ্যায় থানায় গিয়ে আশরাফুল সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad