ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় কৃষি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
চুয়াডাঙ্গায় কৃষি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: তিন ফসলি কৃষি জমিতে প্রভাবশালীদের সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষকরা।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন অন্তত পাঁচ শতাধিক কৃষক।  

কর্মসূচিতে কৃষকরা অভিযোগ করে জানান, কৃষ্ণপুর গ্রামের মাঠের ৫৪০ বিঘা তিন ফসলি জমি স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় অনাবাদি দেখিয়ে প্রভাবশালীরা সোলার বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার পাঁয়তারা করছেন। মাস খানেক ধরে এ নিয়ে আন্দোলন করছেন কৃষকরা। প্রভাবশালীরা কৃষকদের নানাভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ তাদের।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন কৃষকরা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।