ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে কোটি টাকার সোনার বারসহ নারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
বেনাপোল সীমান্ত থেকে কোটি টাকার সোনার বারসহ নারী আটক জব্দ করা ১৩টি সোনার বার, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর ওজন দেড় কেজি।

যার মূল্য এক কোটি টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পাঁচ ভূলোট সীমান্ত থেকে এসব সোনাসহ তাকে আটক করা হয়।

আটক পপি বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম পুটখালির কামাল হোসেনের স্ত্রী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার বড় একটি চালান যাবে-গোপন সূত্রে এমন খবর পেয়ে পাঁচ ভূলোট সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে দুপুরে পাঁচ ভূলোট সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, আটক নারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।  

জব্দ করা সোনার সিজার মূল্য এক কোটি টাকা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad