ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সাঈদ মোমেন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আজম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান বিকাশ ত্রিপুরা।
 
প্রসঙ্গত, গত বুধবার (২৩ সেপ্টম্বর) রাতে খাগড়াছড়ির বলপাইয়া আদাম এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় পৃথক দু’টি মামলা করেন। এতে আসামি করা হয়েছে নয়জনকে। এসব মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।