ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বন্যার্ত ২৫০ পরিবারে ডিসির খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিংড়ায় বন্যার্ত ২৫০ পরিবারে ডিসির খাদ্য সহায়তা বন্যার্তদের মধ্যে খাদ্য ও নগদ টাকা তুলে দিচ্ছেন ডিসি মো. শাহরিয়াজ

নাটোর: নাটোরের সিংড়ায় বন্যার্ত ২৫০ পরিবারের মধ্যে খাদ্য ও নগদ টাকা বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও সিংড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বন্যার্তদের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।

 বন্যার্ত ২৫০ পরিবারকে ১০ কেজি করে চাল ও নগদ ২০০ টাকা করে বিতরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল-আমিন সরকার, পৌর সচিব আব্দুল মতিন, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।