ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ডোমারে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে নদীতে ডুবে রাবেয়া খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

রাবেয়া একই গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে। সে সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
 
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে শাহ কলোন্দর নদীতে গোসল করতে নামে রাবেয়া। গোসলের একপর্যায়ে সময় রাবেয়া পানিতে ডুবে যায়। এ সময় তার  বান্ধবীর বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ শুরু করে। একপর্যায়ে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো্স্তাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।