ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সংসদ ভবন চত্বরে শাহরিয়ার আলম ও পলকের বৃক্ষরোপণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
সংসদ ভবন চত্বরে শাহরিয়ার আলম ও পলকের বৃক্ষরোপণ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বৃক্ষরোপণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে সোমবার (২৮ সেপ্টেম্বর) গাছের চারা রোপণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশ নেন- সংসদ সদস্য নুর মোহাম্মদ, সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন,  সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য ছোট মনির, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য অপরাজিতা হক, সংসদ সদস্য আঞ্জুম সুলতানা ও সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।

         

বৃক্ষরোপণ শেষে সংসদ সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শুধু সংসদ ভবন চত্বরেই নয়, প্রত্যেকের নির্বাচনী এলাকায় এর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।