ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে অবৈধ সম্প্রচার ব্যবসার অপরাধে ২ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ফেনীতে অবৈধ সম্প্রচার ব্যবসার অপরাধে ২ জনের জরিমানা ফেনীতে অবৈধ সম্প্রচার ব্যবসার অপরাধে ২ জনের জরিমানা

ফেনী: ফেনীতে সরকারি লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে ফেনী শহরের হাজারী রোড ও সদর উপজেলার রাণীরহাটে দুই ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাণীরহাটে ভাই ভাই অ্যান্ড ব্রাদার্সের কন্ট্রোল রুমের মালামাল জব্দ করা হয়। এছাড়া, ফেনী শহরের বিরিঞ্চি এলাকার ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহিউদ্দিন সুমনকে লাইসেন্স করার জন্য আগামী ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এসময় বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘অবৈধভাবে ডিজি কম, ফেনী ভিশন, স্টার ক্যাবল নেটওয়ার্ক থেকে ফেনী জেলার প্রায় দুশ’ ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিস ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কেবল ব্যবসায়ী বলেন, ‘কতিপয় ডিস ব্যবসায়ী বা কেবল অপারেটরদের অনৈতিক আগ্রাসনের কারণে ফেনীতে বৈধ কেবল অপারেটর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে ডিস ব্যবসায়ীরা ফেনী থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে। সম্প্রচার নীতিমালা লঙ্ঘন হচ্ছে। ’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ‘ফেনী শহরের হাজারী রোডে সামিয়া নেটওয়ার্ক কানেকশনের কাছ থেকে ৬০ হাজার টাকা ও রাণীরহাটে স্পার্টিক কেবল নেটওয়ার্কের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ভাই ভাই অ্যান্ড ব্রাদার্সের কন্ট্রোল রুমের মালামাল জব্দ করা হয় এবং অপর ফয়েজ এন্টারপ্রাইজকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করা চলবে না। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।