ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধনের দায়ে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধনের দায়ে আটক ৩ আটক বেল্লাল, মাসুম ও মনিরুল। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনের বিষ দিয়ে মাছ নিধন করার দায়ে ৩ জনকে আটক করেছে সুন্দরবন পূর্ব বনবিভাগ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের করমজল এলাকার সারাখালী খাল এলাকায় থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি বিষমিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা, তিনটি বৈঠা ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।  

আটক তিনজন হলেন- খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামের বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার সারাখালী খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ আহরণের সময় আমরা হাতেনাতে তিনজনকে আটক করেছি। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে খুলনা আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad